স্যাভলন- শিশুর বোল অভিধান
কথা শেখার শুরুতে, শিশুরা অদ্ভুত সব শব্দ আবিষ্কার করে। সেসব শব্দ সঠিক উচ্চারণে না হলেও, ঠিকঠাক ভাষাগত যোগাযোগ তৈরি করে। শিশুর মুখে শোনা প্রথম সেই বোলগুলো প্রতিটি বাবা-মায়ের কানেই যেন মধুবর্ষণ করে। প্রতিটি শিশুরই রয়েছে আলাদা আলাদা বোল।
এইসব বোল কখনো একত্র করা হয়নি। এই প্রথমবারের মতো শিশুদের এই মজার শব্দগুলিকে একত্র করে “শিশুর বোল অভিধান” নামে একটি অভিধান তৈরি করার উদ্যোগ নিয়েছে স্যাভলন।
এই উদ্দেশ্য স্যাভলন বাংলাদেশ ফেইসবুক পেইজে শিশুর মুখে এইসব মজার শব্দগুলো সবার কাছে চাওয়া হয়েছে। একটি শব্দকে শিশুরা কি কি ভিন্ন উচ্চারণে বলে থাকে সেগুলো একত্র করে প্রকাশ করা হবে স্যাভলন- শিশুর বোল অভিধানে।
ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত জানতে এবং আপনার শিশুর মধুর বোলগুলো অভিধানে যুক্ত করতে ভিজিট করুন নিচের লিংকে: https://www.facebook.com/