স্বাধীনতা দিবসের কনসার্ট মাতালেন আইয়ুব বাচ্চু
স্বাধীনতা দিবস উপলক্ষে সোমবার বিকেলে বসুন্ধরা কনভেনশন সেন্টারের এক্সপো জোনে এসিআই মটরস্ আয়োজিত ইয়ামাহা প্রেজেন্টস স্বাধীনতার শপথ অনুষ্ঠানে বেশকিছু জনপ্রিয় গান পরিবেশন করে মঞ্চ মাতালেন আইয়ুব বাচ্চু।
এবারের ৪৮তম মহান স্বাধীনতা দিবসে উন্নয়নশীল দেশের খেতাব অর্জনের জন্য বাংলাদেশকে এসিআই মটর লিমিটেড এই আয়োজনটি উৎসর্গ করছে।
শুধুমাত্র বাইকারদের এই অনুষ্ঠানটি বাংলাদেশের সড়ক নিরাপত্তায় সচেতনতা বৃদ্ধি করবে বলে আয়োজকরা মনে করেন।
এ প্রসঙ্গে আইয়ুব বাচ্চু বলেন, “বিশেষ একটি দিন। প্রথমে জ্যামিং তারপর গান পরিবেশনা করেছি আজ। টানা তিন ঘন্টা শ্রোতারা আমার সঙ্গে কনসার্টটি উপভোগ করে। একসাথে সর্বোচ্চ সংখ্যক মোটর সাইকেলের ইঞ্জিন স্টার্ট, সেই সঙ্গে বাইক দিয়ে ‘ইয়াহামা’ লোগো বানানো সহ কনসার্টে ছিল অন্য রকম এক পরিবেশ। অনুষ্ঠানে তরুণদের উপস্থিতি ছিল বেশ চোখে পড়বার মতন।”
অনুষ্ঠানে রকশিল্পী আইয়ুব বাচ্চু ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশের ক্রিকেট আইকন ও জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও ইয়ামাহার ব্র্যান্ড অ্যাম্বেসেডর ও জাতীয় ক্রিকেট দলের পেস বোলার তাসকিন।