"সোনামণির খুশির হাসি" কনটেস্ট!!
"সোনামণির খুশির হাসি" কনটেস্ট!!
সোনামণির খেলার সুন্দর মুহূর্তগুলো উপভোগ্য ও স্মরণীয় করে রাখতে ক্যাপ্টেন টয়েস আয়োজন করেছে "সোনামণির খুশির হাসি" কনটেস্ট।কনটেস্ট-এ অংশগ্রহণ করুন আর জিতে নিন আকর্ষণীয় উপহার।
প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়ম:
আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার এবং ক্যাপ্টেন টয়েস-এর সাথে সোনামণির খেলার মুহূর্তের ভিডিও ধারণ করুন এবং শেয়ার করুন আমাদের সাথে । প্রিমিওর বিজ্ঞ বিচারকগণের মতামতের ভিত্তিতে বাছাই করা হবে সেরা ৫ টি ভিডিও। নির্বাচিত ভিডিওগুলো শেয়ার করা হবে আমাদের ফেইসবুক পেইজে। বিজয়ীদের জন্য আছে এসিআই প্রিমিও প্লাস্টিকস এর পক্ষ হতে আকর্ষণীয় উপহার।
প্রতিযোগিতায় অংশগ্রহণের শর্তাবলী:
১. আপনার সন্তানের এসিআই প্রিমিও প্লাস্টিকস-এর ট্রাইসাইকেল বা ইলেক্ট্রিক বাইক চালাবার মুহুর্ত ভিডিও করে শেয়ার করুন আমাদের পেজের কমেন্টে বা পেজের ইনবক্সে। বাইক চালাবার ইউনিক এবং মজাদার মোমেন্টস দেখাতে হবে।
২। প্রতিযোগীকে অবশ্যই এসিআই প্রিমিও প্লাস্টিকস-এর কিডস বাইক (ক্যাপ্টেন বাইক, ক্যাপ্টেন মোটো বাইক, ক্যাপ্টেন এক্সেল বাইক, ক্যাপ্টেন জিপসি বাইক, ক্যাপ্টেন স্পাইডার বাইক) চালাবার ভিডিও করতে হবে।
৩। প্রত্যেক প্রতিযোগীকে এসিআই প্রিমিও প্লাস্টিকস-এর ফেসবুক পেইজে লাইক দিতে হবে এবং ক্যাম্পেইনটি তাদের ফেসবুক আইডি থেকে শেয়ার দিতে হবে । #ACIpremio #Captaintoys হ্যাশট্যাগ ব্যবহার করুন।
৪. একজন সর্বোচ্চ একটি ভিডিও শেয়ার করতে পারবেন এবং ভিডিওর ডিউরেশন সর্বোচ্চ ২০-৩০ সেকেন্ড হবে।
৫. ভিডিওতে মিউজিক ব্যবহার করলে কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করতে হবে। ভিডিও যত বেশি আকর্ষণীয় এবং ইউনিক হবে, ততই জিতবার সুযোগ বেড়ে যাবে।
৪. এসিআই প্রিমিও প্লাস্টিকস কর্তৃপক্ষ যেকোন সময় প্রতিযোগিতার নিয়মাবলিতে পরিবর্তন, পরিবর্ধন কিংবা পূর্ব ঘোষনা ব্যতিরেকে ক্যাম্পেইন বাতিল করার পূর্ণ অধিকার সংরক্ষন করে।
৫. ক্যাম্পেইন সংক্রান্ত বিষয়ে এসিআই প্রিমিও প্লাস্টিকস কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
ভিডিও পাঠানোর শেষ সময়ঃ ২০ অক্টোবর ২০২২।
তাই আজই কিনে ফেলুন ক্যাপ্টেন টয়েসের এক্সাইটিং বাইক আর ভিডিও করে পাঠান আমাদের কাছে।
আরও বিস্তারিত জানতে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেইজে।