শুরু হলো এসিআই পিওর সল্ট ইচ্ছে আঁকো গল্প বলো সিজন টু!
শুরু হলো এসিআই পিওর সল্ট ইচ্ছে আঁকো গল্প বলো সিজন টু! থাকছে মেধাবৃত্তিসহ আরও অনেক পুরস্কার! আজই আপনার শিশুকে অংশ নিতে সাহায্য করুন। খেলার নিয়ম জানতে নিচের লিংক থেকে ভিডিওটি দেখুন অথবা নিয়মসমূহ পড়ুন।
অংশগ্রহণের নিয়মসমূহ:
১. সকল স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রী অংশ নিতে পারবে। গ্রুপ ক (প্লে- ৩য় শ্রেণি), গ্রুপ খ (৪র্থ- ৭ম শ্রেণি), গ্রুপ গ (৮ম-১০ম শ্রেণি)
২. শিশুকে বুঝিয়ে বলুন তার মনের একটি ইচ্ছে আঁকার মাধ্যমে প্রকাশ করতে এবং তা গল্প আকারে উপস্থাপন করতে।
৩. ইচ্ছে আঁকা ছবিটির পরিষ্কার ফটো তুলে এবং ইচ্ছের গল্পটি ভিডিও করে #acipuresalt #iccheako_golpobolo2 এই দুটি হ্যাশট্যাগ যুক্ত করে আপনার ফেসবুক প্রোফাইল থেকে পোস্ট করুন। এই পোস্টটির প্রাইভেসি পাবলিক মুডে রাখুন। সেই পোস্টের লিংক, সাথে শিশুর নাম, বয়স, ঠিকানা ও অভিভাবকের মোবাইল নম্বর যুক্ত করে এসিআই পিওর সল্ট এর ফেসবুক পেইজের ইনবক্সে পাঠিয়ে দিন। ইচ্ছের গল্পটি সর্বোচ্চ ২ মিনিটের মধ্যে উপস্থাপন করতে হবে।
৪. ইচ্ছের ছবি ও গল্প পাঠানোর শেষ সময়- ৩০ মার্চ, ২০২২।
৫. সম্মানিত বিচারকগণ নির্বাচিত করবেন সেরা ৫১ জনকে এবং সেরা ৫১ জনের ইচ্ছের ছবি ও গল্পগুলো আমাদের ফেসবুক পেইজে আপলোড করা হবে। ইচ্ছের ছবি ও গল্পগুলোর লাইক, কমেন্ট,শেয়ার এবং সম্মানিত বিচারকদের নম্বরের ভিত্তিতে তিনটি গ্রুপ থেকে সেরা ৩ জন এবং পরবর্তী সেরা ২৪ জনের (প্রতি গ্রুপ থেকে ৮ জন) নাম ঘোষণা করা হবে।
সেরা ৩ বিজয়ী পাচ্ছেন ৫০০০ টাকা করে মেধাবৃত্তি এবং পরবর্তী সেরা ৮ জন করে মোট ২৪ জনকে দেয়া হবে আকর্ষণীয় পুরস্কার |
আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন- ০১৯১১৭৩৬৩৪৫
বিঃ দ্রঃ প্রয়োজনে যেকোনো সময় এসিআই পিওর সল্ট এই খেলার সকল শর্তাবলি এবং নিয়মাবলি পরিবর্তনের পূর্ণ অধিকার সংরক্ষণ করে। খেলায় অংশগ্রহণের ছবি ও ভিডিওসমূহ পরবর্তীতে প্রোমোশনাল কাজে ব্যবহার করা হতে পারে।