slide bottom shade

মুক্তিযুদ্ধে অবদানের জন্য সম্মাননা পেলেন ছয় বিশেষ ব্যক্তি

একাত্তরের অগ্নিঝরা দিনগুলোতে দেশমাতৃকার জন্যে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন গণমানুষের পাশাপাশি লেখক-সাংবাদিক-চিত্রশিল্পী-সংগীতশিল্পীরাও। এদের অনেকেই সরাসরি অস্ত্র তুলে নেন, আবার অনেকে তাদের কলম, তুলি ও কণ্ঠকে করে তোলেন হাতিয়ার। নিজ নিজ পেশাগত অবস্থান থেকে মুক্তিযুদ্ধে রাখেন অবদান। একাত্তরে এমন অবদান রাখা ছয়জন বিশেষ ব্যক্তিকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।

২৭ মার্চ, মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখা ছয় ব্যক্তিকে সম্মাননা প্রদান করে ‘স্বপ্ন’।

সম্মাননা পাওয়া ব্যক্তিরা হলেন—শিল্পী মুস্তাফা মনোয়ার, শিল্পী হাশেম খান, সাংবাদিক আব্দুল কাইয়ুম, কবি-কণ্ঠশিল্পী বুলবুল মহলানবীশ, কবি-সাংবাদিক হালিম আজাদ এবং কথাসাহিত্যিক ইসহাক খান। জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ গবেষক মালেকা খান। উপস্থিত ছিলেন স্বপ্নের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান পর্ষদ-এর আহ্বায়ক কবি ও সাংবাদিক মারুফ রায়হান।

Press Release