slide bottom shade

মায়ের ভাষায় ঘুমপাড়ানি গান নিয়ে চলছে আয়োজন

‘ঘুমপাড়ানি ছড়া বা গান আমাদের বাংলা ভাষার ঐতিহ্য। এখন হয়তো শিশুদের মুঠোফোনে অন্য ভাষার গান শুনিয়ে ঘুম পাড়াই, যেটা আমাদের এই ঐতিহ্যকে হুমকির মুখে ফেলছে। তাই আসুন, বহুকাল ধরে চলে আসা আমাদের এই ঘুমপাড়ানি গানের ঐতিহ্য বাঁচিয়ে রাখি।’

অংশগ্রহণের নিয়মাবলি

আপনার সন্তানকে আপনি যে বাংলা গান বা ছড়া শুনিয়ে ঘুম পাড়ান, সেই মুহূর্তের ভিডিও পাঠান। ভিডিও আপনার ফেসবুক প্রোফাইলে পাবলিক করে #GhumParaniGaan ও #ACIPure_Suji হ্যাশট্যাগগুলো দিয়ে পাবলিশ করুন।

ভিডিও পাবলিশের পর ভিডিও পোস্টের লিংকটি নিবন্ধন ফর্মে নাম, ফোন নম্বরসহ জমা দিতে হবে। আপনি যখন ছোট ছিলেন, আপনাকে যে গান বা ছড়া শুনিয়ে ঘুম পাড়ানো হতো, সেই স্মৃতিও লিখে #GhumParaniGaan ও #ACIPure_Suji হ্যাশট্যাগগুলো দিয়ে নাম, ফোন নম্বরসহ জমা দিতে হবে। অংশগ্রহণকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত ১০ বিজয়ীর জন্য থাকবে আকর্ষণীয় উপহার। অংশগ্রহণকারীদের সংগৃহীত তথ্য প্রথম আলো ও এসিআই যোগাযোগের জন্য ব্যবহার করতে পারবে। এই আয়োজনসংক্রান্ত নিয়মাবলি প্রথম আলো সংরক্ষণ করে। সব ক্ষেত্রে প্রথম আলোর সিদ্ধান্তই চূড়ান্ত।

পাঠানোর ঠিকানা ও শেষ তারিখ

লেখা ও ভিডিও পাঠাতে এবং বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন www.ghumparani.com —এই ঠিকানাতেও। আপনার ভিডিও বা লেখাটি পাঠাতে হবে ২২ ফেব্রুয়ারির মধ্যে। অংশগ্রহণকারীদের মধ্য থেকে নির্বাচিত বিজয়ীদের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার।