মাত্র ৪৭ জন কর্মী নিয়ে যাত্রা শুরু করা বৃহত্তর খুলনায় এসিআই জেনেটিক্স-এর কর্মী এখন ২৪৭ জন
বাগেরহাট, সাতক্ষীরার, খুলনায় এসিআই এনিমেল জেনেটিক্স-এর সিমেন-এর বাজার পরিধি দিন দিন বিৃদ্ধি পাচ্ছে। এর মূলে রয়েছে পণ্য, সেবা এবং সহজলভ্যতা। এই মার্কেট এক সময় অন্যান্য কোম্পানীর একক আধিপত্য থাকলেও মাত্র ৪৭ জন কর্মী নিয়ে এসিআই এনিমেল জেনেটিক্স যাত্রা শুরু করে তাদের জনবল এখন ২৪৭ জন। উল্লেখিত এলাকার ৪০টি ইউনিয়নে এসিআই-এর কর্মীরাই সিমেন বিক্রিতে প্রথম অবস্থানে।
বাগেরহাট, সাতক্ষীরার, খুলনার জেলার লাইভস্টক এসিস্ট্যান্টদের নিয়ে বাৎসরিক কনফারেন্সে ২৫০জন এলএ বৃন্দের সরব উপস্থিতি এ এলাকায় এসিআই এনিমেল জেনেটিক্স-এর সিমেন-মজবুত অবস্থানের কথাই জানান দিল। ইন্সটিটিউট অভ লাইভস্টক সায়েন্স এন্ড টেকনোলজি, শাহাপুর, ডুমুরিয়া, খুলনায় এ প্রায় ২৫০জন এলএ-এ তাদের সাফল্যের কথা শোনালেন উর্ধতন কর্মকর্তাদের কাছে।
সিএসও কৃষিবিদ তুখলিফুল মিয়াদ মঈন-এর পরিচালনায় অনুষ্ঠানের সভাপতি মোজাফফর উদ্দীন আহমেদ, বিজনেস ডিরেক্টর, এসিআই এনিমেল জেনেটিক্স তার বক্তব্যে বলেন, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। কর্মক্ষেত্রে সফল হতে হলে কঠোর পরিশ্রমের বিকল্প নেই। এ এলাকার এআই কর্মীরা তাদের নিষ্ঠা ও একাগ্রতার মাধ্যমে সেটিই প্রমান করেছে। মোজাফফর উদ্দীন আশা করেন আগামীতে তারা তাদের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখবেন।
কারিগরি ব্যবস্থাপনা বিষয়ে বিশেষজ্ঞ বক্তা হিসেবে বক্তব্য উপস্থাপন করেন এসিআই এনিমেল জেনেটিক্সের এডভাইজার ডা. হীরেশ রঞ্জন ভৌমিক, এসিআই এনিমেল হেলথ-এর চীফ টেকনিক্যাল এডভাইজার ডা. এম এ ছালেক।
কর্মক্ষেত্রে সাফল্যের জন্য ৪ জন এন্ড্রোয়েড টিভি, ৩ জন এন্ড্রয়েড ফোন, ২৩ জন বাটন ফোন, ৬ জন ডিলার পান সম্মাননা স্মারক। টিভি বিজয়ি চান মিয়া খান এই এলাকায় প্রথম হন। এছাড়া কবিরুল ইসলাম (১) দ্বিতীয় এবং আরেক কবিরুল ইসলাম (২) ৩য় স্থান অর্জন করেন। টিভি বিজয়ীরা এসিআই তে যোগদান করার মাত্র ৩ বছরের মাথায় এ সাফল্য অর্জন করেন।
এসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার ডাঃ মনিরুজ্জামান, এসিস্টান্ট মানেজার মার্কেটিং সার্ভিসেস কাবলু দাস সহ কোম্পানীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা নানা ধরনের উৎসবে মেতে ওঠেন। সবশেষে পরিবেশিত হয় মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠান।