slide bottom shade

বাংলাদেশে কৃষির আধুনিকতায় একমাত্র স্মার্ট অ্যাসিস্ট রিমোট সিস্টেম (SAR) প্রযুক্তির SA-R অ্যাপ এখন আরও সমৃদ্ধ।

বাংলাদেশে কৃষির আধুনিকতায় একমাত্র স্মার্ট অ্যাসিস্ট রিমোট সিস্টেম (SAR) প্রযুক্তির SA-R অ্যাপ এখন আরও সমৃদ্ধ। কারণ এখন SA-R অ্যাপের মাধ্যমে হারভেস্টিংয়ের পর সহজেই জানা যাবে ফলনের পরিমাণ। ইয়ানমার YH700 হারভেস্টার ব্যবহার করে ফসল কাটার দিন, রাত ১২টার পর Work List থেকে আপনার জমির সম্ভাব্য ফলনের পরিমাণ জানতে পারবেন। পাশাপাশি, Work detail থেকে ফসলের ধরন পরিবর্তন করে প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন খুব সহজে। তাছাড়াও, হারভেস্টার সম্পর্কে ১৫৩টিরও অধিক তথ্য জানার সুবিধা আছেই। তাই কৃষিকাজ নিয়ে চিন্তাহীন থাকতে ব্যবহার করুন SAR প্রযুক্তি সমৃদ্ধ ইয়ানমার YH700 হারভেস্টার।