ফরিদপুরে এসিআই মোটরসের দুই শো-রুম উদ্বোধন
দেশের দক্ষিণাঞ্চলের মানুষের কাছে আধুনিক কৃষিযন্ত্র ও পরিবহন সহজলভ্য করতে ফরিদপুরে জোড়া শাখা চালু করেছে এসিআই মোটরস।
সোমবার (১৮ নভেম্বর) জেলা সদর ও পশ্চিম কেশবপুর এলাকায় নিজস্ব দু’টি ব্র্যান্ড শো-রুম উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস।
অনুষ্ঠানে জানানো হয়, স্থানীয় পরিবেশক জান্নাত মোটরসের মাধ্যমে সোনালিকা ট্রাক্টর, ইয়ানমার কম্বাইন হারভেস্টার ও ফোটন কমার্শিয়াল ভেহিকাল বিপণন করবে প্রতিষ্ঠানটি।
ওই দু’টি শো-রুমে বিক্রয়, বিক্রয়োত্তর সেবা ও খুচরা যন্ত্রাংশের সুবিধা দেওয়া হবে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- এসিআই মোটরসের ঊর্ধ্বতন কর্মকর্তা, পরিবেশক, গ্রাহক ও শুভানুধ্যায়ীরা।
কৃষি যান্ত্রিকীকরণের যাবতীয় সমাধান প্রতিষ্ঠানটির বিভিন্ন পণ্যের মাধ্যমে কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। এছাড়া প্রতিষ্ঠানটি বাণিজ্যিক পরিবহন, নির্মাণ যন্ত্র ও ইয়ামাহা মোটরসাইকেলের ব্যবসা পরিচালনা করছে।
দেশের প্রায় ৩০ শতাংশ কৃষি জমি চাষে ব্যবহৃত এসিআই মোটরসের সোনালিকা ট্রাক্টর বর্তমানে দেশের সর্বাধিক বিক্রিত ট্রাক্টর বলে দাবি প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের।
নিজস্ব সার্ভিস টিমের মাধ্যমে দেশের যেকোনো স্থানে ৬ ঘণ্টার মধ্যে বিক্রয়োত্তর সেবা ও খুচরা যন্ত্রাংশ নিশ্চিত করে থাকে প্রতিষ্ঠানটি।
এসিআই মোটরস বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের কৃষকের চাহিদা অনুযায়ী, বিশ্বখ্যাত ইয়ানমার কম্বাইন হারভেস্টার বাজারজাত করছে, যা ফসল কর্তন, ঝাড়াই, মাড়াই, বস্তাবন্দিকরণের এক সমন্বিত সমাধান দিচ্ছে। এ যন্ত্রসমূহ ব্যবহারের মাধ্যমে ফসল উৎপাদন ব্যয় হ্রাস পাচ্ছে এবং সর্বোপরি কৃষক লাভবান হচ্ছে।
সাফল্যের ধারাবাহিকতায় এসিআই মোটরস এ বছর বাংলাদেশের একমাত্র পরিবেশক হিসেবে বিশ্বের সর্বাধিক বিক্রিত বাণিজ্যিক পরিবহন ফোটনের বাজারজাতকরণ শুরু করে। উন্নতমানের এ কমার্শিয়াল ভেহিকালসমূহ বিভিন্ন পণ্য পরিবহনে ইতোমধ্যে গ্রাহকের সন্তুষ্টি অর্জনে সক্ষম হয়েছে।