টাটা টি গোল্ড-এর অভিজ্ঞতা এখন বাংলাদেশে
বাংলাদেশের চা প্রেমীরা এখন নতুন চায়ের স্বাদ উপভোগ করবে। লম্বা পাতার সুবাসিত আমেজে নতুন অভিজ্ঞতা অর্জন করবে।
বাংলাদেশের চা কম্পানি টেটলী এসিআই বাংলাদেশ লিমিটেড বাংলাদেশের বাজারে নিয়ে এলো টাটা টি'র নতুন ব্র্যান্ড টাটা টি গোল্ড। এ উপলক্ষে গতকাল বুধবার (৯ মে) উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তেজগাঁওয়ে অবস্থিত এসিআই সেন্টারে উদ্বোধনী অনুষ্ঠানে এসিআই কনজ্যুমার ব্র্যান্ডস-এর ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ আলমগীর বলেন, 'মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের যে লক্ষ্যে এসিআই কাজ করে যাচ্ছে, টাটা টি গোল্ড তারই একটি অংশ। এর মাধ্যমে আপনারা একটি অনন্য এবং অসাধারণ চায়ের স্বাদ দিনের যে কোনো সময় উপভোগ করতে পারবেন।'
টেটলী এসিআই বাংলাদেশ লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর সঞ্জয় মোহতা বলেন, 'টাটা টি বাংলাদেশের ভোক্তাদের বিশ্বমানের পণ্য দিতে সর্বদা প্রতিজ্ঞাবদ্ধ। এরই ধারাবাহিকতায় আমরা আমাদের পণ্য সম্ভারে যোগ করেছি টাটা টি গোল্ড যাতে রয়েছে ১৫% আমদানিকৃত অর্থডক্স পদ্ধতির লম্বা চা পাতা। এই পদ্ধতিতে চা পাতাকে ধীরে ধীরে রোল করা হয়, যেন চায়ের প্রাকৃতিক সুবাস অটুট থাকে। এই পাতাগুলো গরম পানিতে খুলে গিয়ে আপনাকে দেবে সম্পূর্ণ নতুন এক আমেজ।'