দেশে ভোজ্য তেলের চাহিদা মেটাতে আমদানিনির্ভরশীলতা কমিয়ে সূর্যমুখী চাষের মাধ্যমে স্বয়ংসম্পূর্ণ হওয়ার কথা জানিয়েছে দেশীয় প্রতিষ্ঠান এসিআই সিড। সম্প্রতি বরিশাল এলাকায় পরীক্ষামূলকভাবে এসিআই সিডের বাজারজাতকৃত হাইব্রিড সূর্যমূখী হাইসান-৩৬ জাতের চাষে সফলতা লাভ করায় এ কথা জানিয়েছে এসিআই সিড। এ নিয়ে গত ১৮ মে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালীর রানীপুর গ্রামে মাঠ দিবসের আয়োজন করে এসিআই সিড। সেখানে উপস্থিত কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. শওকত ওসমান বলেন, ‘এই তেল অন্য যেকোনো তেল থেকে ১০ গুণ বেশি পুষ্টিগুণসমৃদ্ধ।
এসিআইয়ের স্বপ্ন সূর্যমুখী তেলে
এসিআই সিডের বিজনেস ডিরেক্টর সুধীর চন্দ্র নাথ বলেন, ‘হাইসান-৩৬ একটি স্বল্পমেয়াদি, খরা ও লবণাক্ত মাটি সহনশীল তেলজাতীয় ফসল। এর জীবনকাল ১০০ থেকে ১১০ দিন এবং তেলের পরিমাণ ৪৬ থেকে ৪৮ শতাংশ। জাতটির ফলন বিঘাপ্রতি ১১.৭৫ মণ।