এসিআইয়ের আগাছানাশকে ‘সুফল পাচ্ছে’ বোরো চাষীরা
এসিআইয়ের নতুন আগাছানাশক ব্যবহারে বোরো চাষীরা সুফল পাচ্ছে দাবি করা হয়েছে।
রোববার এসিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এসিআই ক্রপ কেয়ারের সদ্য বাজারজাতকৃত আগাছানাশক ‘জাম্প’ ব্যবহার করে আগাছানাশক ব্যয় প্রচলিত ব্যবস্থার তুলনায় ১৫০ শতাংশ এবং বাজারের অন্যান্য আগাছানাশকের তুলনায় ৩৫ শতাংশ কমানো যায়।
“২০ শতাংশ মেটসালফিউরন মিথাইলসম্পন্ন এই আগাছানাশক রাজশাহী, সিরাজগঞ্জ, মাদারীপুরসহ বিভিন্ন এলাকায় কৃষকদের মাঝে সাড়া ফেলতে সক্ষম হয়েছে।”
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মৌসুমের প্রথম দিকে এই আগাছানাশক সঠিক প্রয়োগমাত্রা ও সময় মেনে প্রয়োগ না করায় কিছু এলাকায় নেতিবাচক ফলাফল দেখা যায়। তবে কোম্পানি সরকারের কৃষি বিভাগের কর্মকর্তাদের সাথে নিয়ে তড়িৎ ব্যবস্থা গ্রহণ করায় কৃষক পর্যায়ে এ বিষয়ক বিভ্রান্তি দূর হয়।
“বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তের বোরো চাষীরা ‘জাম্প’ ব্যবহার করে আগাছা দমনে আশাতীত সুফল পাচ্ছেন বলে কৃষি বিভাগের এক সূত্র থেকে জানা যায়।”