slide bottom shade

এসিআই মটরস আয়োজন করলো “প্রি-সিজনাল মিট ২০২০”

দেশের সর্ববৃহৎ যন্ত্রাংশ বাজারজাতকারি প্রতিষ্ঠান এসিআই মটরস আয়োজন করলো "প্রি-সিজনাল মিট ২০২০"। গত ২১শে সেপ্টেম্বর ২০২০ তারিখে এসিআই লিমিটেড এর হেড অফিস এসিআই সেন্টার থেকে অনলাইনে এই অনুষ্ঠানটি পরিচালনা করা হয়।


মুলত এসিআই মটরস এর পাওয়ার টিলার ও ডিজেল ইঞ্জিন ব্যবসায়ের দেশব্যাপী ডিলারদের নিয়ে অনলাইন জুম মিটিং এর মাধ্যমে এই কনফারেন্সটি সম্পন্ন হয়। সারাদেশ থেকে প্রায় অর্ধশত এসিআই ডিলার এই সিজনাল মিট এ অংশগ্রহণ করেন। আসন্ন বোরো ধানের সিজনে এসিআই পাওয়ার টিলার ও ডিজেল ইঞ্জিনের ব্যবসায়ের পরিকল্পনা, পণ্যের মান বর্ধিতকরণ এবং করোনার চ্যালেঞ্জ মাথায় রেখে ২০২০-২১ অর্থ-বছরের ২য় কেন্দ্রিক (কোয়ার্টার) এ কোম্পানিটির ব্যবসায়িক লক্ষ ̈মাত্রা নির্ধারণ করার উদ্দেশ্যে নিয়ে এই কনফারেন্সটি পরিচালিত হয়।


এসিআই মটরস এর এক্সিকিউটিভ ডিরেক্টর, সুবধত রঞ্জন দাস এই কনফারেন্সের প্রধান বক্তা হিসেবে ডিলারদের করোনাকালীন কৃষি যন্ত্রাংশের বাজার বিশ্লেষণ ও আগামী বোরো মৌসুমের ব্যবসায়িক পূর্বাভাস প্রদান করেন। তিনি বলেন, “করোনা মোকাবেলায় প্রতিবেশি দেশগুলো খাদ্যর ঝুকি কমাতে খাদ্যের রপ্তানি কমাবে, তাই দেশে চাল আমদানিও কমবে এবং দেশীয় চালের বাজার বৃদ্ধি পাবে। ফলে, কৃষকরা ধানের ভালো দাম পাবেন যা বোরো মৌসুমে গিয়ে আরও বৃদ্ধি পাবে। এর ফলে কৃষি যন্ত্রাংশের বাজারও বৃদ্ধি পাবে।”