এসিআই পিওর সরিষার তেল আনন্দ আলো জাতীয় ভর্তা প্রতিযোগিতা
ভর্তা নিয়ে আবারো শুরু হচ্ছে জাতীয়পর্যায়ে প্রতিযোগিতা। এসিআই ফুডস লিমিটেডের সৌজন্যে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের বিনোদন পাক্ষিক আনন্দ আলো দ্বিতীয়বারের মতো জাতীয়পর্যায়ে এই ভর্তা প্রতিযোগিতার আয়োজন করছে। এসিআই পিওর সরিষার তেল আনন্দ আলো জাতীয় ভর্তা প্রতিযোগিতা’ শীর্ষক এই আয়োজনে বাংলাদেশের যে কোনো নাগরিক অংশ নিতে পারবেন। ১৫ এপ্রিলের মধ্যে অনলাইন অথবা ডাকযোগে এই প্রতিযোগিতায় অংশ নেয়া যাবে। বিশিষ্ট রন্ধনশিল্পী কেকা ফেরদৌসীর নেতৃত্বে একটি বিচারক প্যানেল প্রতিযোগিতার বিচারকার্য সম্পাদন করবেন। প্রতিযোগীদের ভর্তা নিয়ে একটি প্রাথমিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী ২১ এপ্রিল চ্যানেল আইয়ের ছাদ বারান্দায়। বিচারকরা সেখান থেকে পাঁচজন প্রতিযোগীকে চূড়ান্ত প্রতিযোগিতার জন্য বাছাই করবেন। মে মাসের প্রথম সপ্তাহে কক্সবাজারে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অর্থাৎ গালা রাউন্ড। প্রাথমিকপর্যায়ে যেকোনো প্রতিযোগী ভর্তার তিনটি রেসিপি নি¤œ ঠিকানায় ১৫ এপ্রিলের মধ্যে পাঠাতে পারবেন।
ঠিকানা- ভধপবনড়ড়শ.পড়স/ ধপর.ঢ়ঁৎবংঢ়রপবং, ভধপবনড়ড়শ.পড়স/ অহধহফধঅষড়গধমধুরহব. সব যোগাযোগ: আনন্দ আলো, চ্যানেল আই ভবন, ৪০ শহীদ তাজউদ্দীন আহমদ সরণি, তেজগাঁও, ঢাকা-১২০৮। ফোন: ০১৭১৬-৮৩১৮৮১, ০১৭৯৬-১৭৪২৭১