এসিআই পিউর আটা-এটিএন বাংলা পারফরম্যান্স অ্যাওয়ার্ড-২০১৭
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘বাংলাদেশ প্রকৃত অর্থে পাঁচটি চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। এগুলো হলো—যথাসময়ে দেশের নির্বাচন করা, নির্বাচন বানচালের চক্রান্ত প্রতিরোধ করা, জঙ্গি ও সাম্প্রদায়িক শক্তিকে ক্ষমতার বাইরে রাখা, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করা এবং বাংলাদেশকে শেকড়ের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার চ্যালেঞ্জ।’
গতকাল বুধবার রাজধানীর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, বসুন্ধরায় (আইসিসিবি) ‘এসিআই পিউর আটা-এটিএন বাংলা পারফরম্যান্স অ্যাওয়ার্ড-২০১৭’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান এবং স্পন্সর প্রতিষ্ঠান এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আলমগীর।
তথ্যমন্ত্রী বলেন, ‘সঠিক ধারায় ইতিহাস চর্চা করা যেমন চ্যালেঞ্জ, শিল্প-সংস্কৃতি রক্ষা করাও তেমনি চ্যালেঞ্জ। কারণ এখনো বাংলা ভাষাকে ইংরেজি বা আরবি মোড়কে চালানোর চেষ্টা চলছে। তাই আমাদের এখন বড় চ্যালেঞ্জ সঠিকভাবে শিল্প-সাহিত্য চর্চা করা।’
মাহফুজুর রহমান বলেন, বিজয়ের মাস ডিসেম্বরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণের মধ্য দিয়ে শুরু হলো এটিএন বাংলার ‘এসিআই পিউর আটা-এটিএন বাংলা পারফরম্যান্স অ্যাওয়ার্ড-২০১৭’। কর্মক্ষেত্রে সেরা সাফল্যের জন্য এই সম্মাননার আয়োজন বলে তিনি জানান। তিনি বলেন, ‘দেশের শিল্প-সংস্কৃতির বিকাশে এই অ্যাওয়ার্ড বিশেষ ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।’
মঅনুষ্ঠানে বিভিন্ন পেশায় সাফল্য অর্জনের জন্য বেশ কয়েকটি ক্যাটগরিতে সম্মাননা দেওয়ার পাশাপাশি দুজনকে আজীবন সম্মাননা এবং দুজনকে বিশেষ সম্মাননা পুরস্কার দেওয়া হয়। আজীবন সম্মাননা দেওয়া হয়েছে প্রখ্যাত সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন ও সৈয়দ আব্দুল হাদীকে। আর বিশেষ সম্মাননা দেওয়া হয় সংসদ সদস্য ও লোকসংগীতশিল্পী মমতাজ বেগমকে। দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদকেও বিশেষ সম্মাননা দেওয়া হয়।
জমকালো আয়োজনে নাচ ও মনোমুগ্ধকর গানের মাধ্যমে প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী এই অনুষ্ঠান শেষ হয়।