এ সি আই ফর্মুলেশন্স লিমিটেড এবং সুইস কন্টাক্ট এর M4C প্রজেক্ট
এ সি আই ফর্মুলেশন্স লিমিটেড এবং সুইস কন্টাক্ট এর M4C প্রজেক্ট আবারো একত্রিত হলো দেশের চরাঞ্চলের মানুষের উন্নয়নের পথে সহযাত্রী হতে।
এ সি আই ফর্মুলেশন্স লিমিটেড এর ক্রপ কেয়ার ডিভিশন এর সাথে সুইস কন্টাক্ট এর M4C প্রজেক্ট, দেশের যমুনা, পদ্মা এবং তীস্তা চরবাসীর কৃষির উন্নয়নের জন্য গত ২০শে ফেব্রুয়ারী ২০২২, এ সি আই ফর্মুলেশনস লিমিটেড এর হেডঅফিসে একটি চুক্তি সাক্ষর অনুষ্ঠান সম্পন্ন করে। M4C প্রজেক্টটি ‘রুর্যাল ডেভেলপমেন্ট এ্যান্ড কো অপারেটিভ ডিভিশন’, মিনিস্ট্রি অব এল জী আর ডি দ্বারা স্বীকৃত একটি প্রোজেক্ট, যার মাধ্যমে দেশের চরাঞ্চলের ক্রান্তিক জনগোষ্ঠীকে কৃষি সামগ্রী ও কৃষি প্রযুক্তি সহায়তার মাধ্যমে তাদের জীবন যাত্রার মান উন্নয়নের চেষ্টা করা হচ্ছে।
এই প্রজেক্ট সাইনিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ সি আই ফর্মুলেশনস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক সুস্মিতা আনিস; এবং আরো উপস্থিত ছিলেন ডঃ মুকতার আহমেদ সরকার- অপারেশেন্স ডিরেক্টর, এ সি আই ফর্মুলেশন্স লিমিটেড; মোঃ আবদুর রহমান, জেনারেল ম্যানেজার মার্কেটিং, এ সি আই ক্রপ কেয়ার ও সুবির চৌধুরী – হেড অব রিসার্চ এ্যান্ড ডেভেলপমেন্ট, এ সি আই ক্রপ কেয়ার। এই অনুষ্ঠানে M4C থেকে উপস্থিত ছিলেন ইয়াসির আরাফাত, ম্যানেজার পার্টানারশীপ এ্যান্ড গ্র্যান্টস এবং মোঃ আব্দুল আওয়াল, টিম লিডার এম ফোর সি।
এই প্রজেক্টের মাধ্যমে আশা করা যাচ্ছে চরাঞ্চলের মানুষের দরিদ্রতা লাঘব ও জীবন যাত্রার মানোন্নয়ন সম্ভব হবে এবং এই প্রজেক্টে সহযাত্রী হতে পেরে এ সি আই ক্রপ কেয়ার অত্যন্ত আনন্দিত।