এ সি আই ফরমুলেশন্স লিমিটেড ও এম ফোর সি প্রকল্প এর যৌথ আয়োজনে আর্ন্তজাতিক নারী দিবস
এ সি আই ফরমুলেশন্স লিমিটেড ও এম ফোর সি প্রকল্প এর যৌথ আয়োজনে গত ৮ই মার্চ ২০২২ এ রংপুরের চর বিশ্বনাথ, টেপামধুপুর ও কাউনিয়ায় আর্ন্তজাতিক নারী দিবস পালন করা হয়েছে। চরের নারীদের অর্থনৈতিক উন্নয়ন ও সার্বিক কৃষি বিষয়ক সুবিধা নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন এ সি আই ফরমুলেশন্স লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর সুস্মিতা আনিস।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এমফোরসি প্রকল্পের ম্যানেজার পার্টনার এন্ড গ্রান্টস মোঃ ইয়াসির আরাফাত এবং এ সি আই ক্রপ কেয়ার এর রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট হেড জনাব সুবীর চৌধুরী। অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন মহিলা ইউ.পি. সদস্য রুপিয়া বেগম, কৃষানী স্বপ্না বেগম, কহিনুর, শাহিনুর প্রমুখ।
অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল কি করে চরের নারীদের কৃষি বিষয়ক সার্বিক সুবিধা দেয়ার মাধ্যমে তাদের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি ভাগ্যন্নয়ন করা সম্ভব এ নিয়ে আলোচনা তথা ঐ এলাকার সফল কৃষানীদের ভেতর পুরষ্কার বিতরনী। প্রত্যন্ত যায়গায় গিয়ে এ ধরনের অনুষ্ঠান আয়োজনে নারী কৃষকরা অত্যন্ত আনন্দিত হন এবং এ সি আই ক্রপ কেয়ার ও এম ফোর সি কে ধন্যবাদ জ্ঞ্যাপন করেন।