slide bottom shade

“ইয়ামাহা রাইডিং ফিয়েস্তা” - বাইকারদের জন্য ৩ দিনব্যাপী জাক-জমকপূর্ণ ইভেন্ট

বিশ্বব্যাপী ইয়ামাহা একটি জনপ্রিয় মোটর সাইকেল ব্র্যান্ড। বাংলাদেশে মোটর সাইকেলিস্টদের কাছে ইয়ামাহাকে আরো জনপ্রিয় করতে বিভিন্ন আকর্ষণীয় ইভেন্টের আয়োজন করেছে এসিআই মটরস্।

সম্প্রতি বাইকারদের নিয়ে ঢাকা বাইক কার্ণিভাল, ইয়ামাহা প্রেজেন্টস স্বাধীনতার শপথ অনুষ্ঠিত হয়ে গেল। আজ শুরু হলো “ইয়ামাহা রাইডিং ফিয়েস্তা”। আজ ০১ থেকে ০৩ অক্টোবর ২০১৮ ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে (আইসিসিবি) তিন দিন ব্যাপী আয়োজিত হলো এই “ইয়ামাহা রাইডিং ফিয়েস্তা”।

গীনিজ ওয়ার্ল্ড রেকর্ডে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ, টেস্ট-রাইড, জিমখানা, ডি.জে., কনসার্ট, ড্যান্স ইত্যাদি নানান কিছ ুথাকছে এই ইভেন্টের অংশ হিসেবে। এ বছরের ২৬শে মার্চ স্বাধীনতা দিবসে ১২৫৭টি মোটর সাইকেল দিয়ে ইয়ামাহার সর্ববৃহৎ লোগো তৈরী করে বিশ্বরেকর্ড গড়ে বাংলাদেশ, যার আয়োজক ছিল এসিআই মটরস্। দদণধসধযধ চৎবংবহঃং’’ স্বাধীনতার শপথ ইভেন্টে অংশগ্রহণকারী মোটর সাইকেলিস্টদের গীনিজ ওয়ার্ল্ড রেকর্ডের সার্টিফিকেট প্রদান করা হবে।

এসিআই মটরস্ এর ব্যবস্থাপনা পরিচালক ড. এফ এইচ আনসারী প্রধান অতিথি হিসাবে এই সার্টিফিকেট প্রদান করেন। এসিআই মটরস্ এর এক্সিকিউটিভ ডিরেক্টর মি: সুব্রত রঞ্জন দাস ও কোম্পানীর উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই ইভেন্টের মূল ফোকাস পয়েন্ট টেস্ট রাইড। আর নতুন আকর্ষণ হিসেবে থাকছে জিম খানা রাইডিং। ণধসধযধ জ১৫ ঠবৎংরড়হ ৩.০, ণধসধযধ ঋতং ডাবল ডিস্ক এবং ইয়ামাহার স্কুটার গুলো টেস্ট রাইড করা যাবে এই প্রোগ্রামে।

ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার ফিল্ড টেস্টে এক ধরনের জিকজ্যাক পার হতে হয়। মূলত জিমখানায় এমন ধরনের বেশ কিছু জিকজ্যাক মডেল থাকে যারাই ড্রিল স্কিল বাড়ানোর জন্য বেশ কার্যকরী। বিশ্বের অনেক দেশের জিমখানা একটি জনপ্রিয় মোটর ¯েপার্টসও বটে। টেস্ট-রাইড এবং জিমখানায় অংশ গ্রহণের জন্য আপনাকে অগ্রিম অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। অবশ্যই ড্রাইভিং লাইসেন্স সাথে নিয়ে আসতে হবে টেস্ট রাইডে অংশগ্রহণের জন্য। জিমখানায় অংশগ্রহণকারীদের অংশগ্রহণের পূর্বে ড্রাইভিং স্কীল টেস্ট করা হবে।

এসবের পাশাপাশি থাকছে ইয়ামাহা রাইডার ক্লাব, দেশি বাইকার ডটকম এবং বাইক বিডি'র স্টল। থাকছে বাইকার ক্যাফে, ইয়ামাহার মোটর সাইকেলের ডিসপ্লে, ফটো বুথ ইত্যাদি।

এছাড়া প্রতিদিন থাকছে কোন না কোন কালাচারাল প্রোগ্রাম যেমন কনসার্ট, ডি.জে, ড্যান্স ইত্যাদি। মূল প্রোগ্রাম গুলো বিকেল ৪টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। অন্যান্য ইভেন্ট এর মত এবারও “ইয়ামাহা রাইডিং ফিয়েস্তা”য় অনেক মোটর সাইকেল প্রেমীদের ভীড় জমবে বলে আশা করা হচ্ছে।