আমেরিকান পণ্য ‘নেব’ বাজারজাত করেছে এসিআই
ইউরিয়া সারের বিকল্প আমেরিকান পণ্য ‘নেব’ বাংলাদেশে বাজারজাত শুরু করেছে এসিআই ফার্টিলাইজার। এসিআই ফার্টিলাইজারের বিজনেস ডিরেক্টর বশির আহমেদ জানান, ‘নেব’ একদিকে যেমন কৃষকের শতকরা ৫০ ভাগ খরচের সাশ্রয় করবে অন্যদিকে বিপুল পরিমাণ ইউরিয়ার চাহিদা রোধ করবে। তিনি বলেন, কৃষকের কাছে সহজলভ্য প্রযুক্তি এবং সেই সঙ্গে কম খরচের সার পৌঁছে দিতে কাজ করছে এসিআই ফার্টিলাইজার। বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট, মুন্সীগঞ্জ তাদের এক মাঠ গবেষণায় বলা হয়, যে সব জমিতে নেব ব্যবহার করে আলু চাষ করা হয়েছে সেগুলোয় হেক্টরপ্রতি ফলন হয়েছে গড়ে ৩২.১০ টন। অন্য দিকে ইউরিয়া ব্যবহৃত জমিতে হেক্টরপ্রতি ফলনের পরিমাণ গড়ে ৩০.৩০ টন। ইতিমধ্যে মুন্সীগঞ্জ এলাকার অনেকে কৃষক নেব ব্যবহার করছেন।
অনেকে বলেছেন, নেব ব্যবহারের কারণে হেক্টরপ্রতি গড়ে ১৫০০ টাকা সাশ্রয় হয়েছে। হেক্টরপ্রতি ৩৮০ কেজি ইউরিয়া ব্যবহারের পরিবর্তে নেব ব্যবহারের কারণে এখন ১৯০ কেজি করে ইউরিয়া ব্যবহার করছেন।