আধুনিক সব কৃষি যন্ত্রপাতি নিয়ে ইন্দো-বাংলাদেশ এগ্রি-মেকানাইজেশন সামিটে অংশগ্রহণ করছে এসিআই মটরস
রাজধানী প্রতিনিধি:এসিআই মটরস্ ২০০৭ সালে যাত্রা শুরু করে এবং সফলভাবে বাংলাদেশে আধুনিক কৃষিভিত্তিক যন্ত্রের সমাধান দিয়ে আসছে। জমির চাষাবাদ, ফসল বপন এবং ফসল কাটা, মাড়াই, ঝাড়াই এবং বস্তাবন্দীর সকল সমাধান দিয়ে আসছে এসিআই মটরস্। দেশের মোট ফসলি জমির এক তৃতীয়াংশ চাষাবাদ হচ্ছে সোনালিকা ট্র্যাক্টর এবং এসিআই এর পাওয়ার টিলার দিয়ে। ধানের চারা বপন এবং কাটা, মাড়াই, ঝাড়াই এর আধুনিক যন্ত্র জাপানী প্রযুক্তির ইয়ানমার ট্রান্সপ্লাান্টার এবং ইয়ানমার কম্বাইন হারভেস্টার বাংলাদেশ বাজারে নিয়ে এসে দেশের কৃষিখাতে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে এসিআই মটরস।
খাদ্য উৎপাদন বাড়াতে এবং বাংলাদেশে কৃষি-যান্ত্রিকীকরণের লক্ষ্যে ট্রাক্টর এবং মেকানাইজেশন সংগঠন আয়োজিত “ইন্দো-বাংলাদেশ এগ্রি মেকানাইজেশন সামিট” যা ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ২৭শে জানুয়ারী ২০২৩ থেকে শুরু হয়েছে, যা ২৯শে জানুয়ারী ২০২৩ পর্যন্ত চলবে। মূলত কৃষি যান্ত্রিকরণের মাধ্যমে কিভাবে কম খরচে ও কম সময়ে অধিক ফসল উৎপাদন করা সম্ভব তা তুলে ধরা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে আজ সকালে এর উদ্বোধন করেন কৃষিমন্ত্রী কৃষিবিদ ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি। অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইচ ই প্রণয় কুমার ভার্মা- বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই-কমিশনার, ড. ফা হ আনসারী- ব্যবস্থাপনা পরিচালক, এসিআই মটরস্ লিঃ এবং কৃষি সেক্টরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সামিটে এসিআই মটরস্ এর নতুন কৃষিযন্ত্রপাতি ফার্টিলাইজার স্প্রেডার, নিউমেটিক সিড প্ল্যান্টার উইথ ফার্টিলাইজার, রোটারি রেক, পটেটো প্ল্যান্টার, পটেটো হারভেস্টার, স্কয়ার বেলার, এসিআই মেইজ চপার এবং এগ্রিকালচার ড্রোন প্রদর্শিত হচ্ছে।
কৃষিতে টেকসই উন্নয়ন ও আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে জানতে চলে আসুন Indo-Bangladesh Agri Mechanisation Summit এসিআই মটরস্ পাভেলিয়ন 0D 01-এ। প্রদর্শনী আজ ২৭ জানুয়ারী থেকে ২৯ জানুয়ারি ২০২৩, ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) -তে সকাল ১০টা থেকে বিকাল ৬টা অনুষ্ঠিত হচ্ছে।